সাল 2012 - তখন WBCS প্রস্তুতির জন্য গুটিকয়েক নামীদামী কোচিং সেন্টারই ছিল ভরসা। এই মিথ ভেঙে একটা বিকল্প প্লাটফর্মের সন্ধান দিতে SI স্যারের হাত ধরে SI CLASSES এর জন্ম। 6 জন সদস্যের একটা ছোট্ট ব্যাচ দিয়ে শুরু। এরপর এক দশক ধরে ধীরে ধীরে গড়ে উঠেছে শতাধিক সফল WBCS অফিসার , অজস্র সরকারী চাকুরীজীবী এবং সহস্রাধিক ছাত্রছাত্রীর এক বিশাল পরিবার। এখন সাল 2024- গাইডের প্রাচুর্যের ভিড়ে ছাত্রছাত্রীরা দিশেহারা। আবারও বিকল্পের রাস্তায় সাফল্যের পরম্পরা বজায় রাখতে আমরা অঙ্গীকার বদ্ধ।
Nilufer Yasmin, Director; SI Classes
LEGACY CONTINUES
SI classes হল একটি পরিবার । অবিভাবক হিসাবে SI Sir এর অভিনব পাঠ-পরিকল্পনা, মূল্যায়ন পদ্ধতির কৌশল নির্মাণ, এবং সর্বোপরি প্রতিটি সদস্যের প্রতি তাঁর সজাগ দৃষ্টিই ‘SI Classes’ এর সাফল্যের চাবিকাঠি। মক টেস্ট গুলো থেকে পাওয়া আত্মবিশ্বাস ও SI Sir এর অনুপ্রেরণা আমাকে দেখিয়েছে স্বপ্নপূরণের পথ।
The journey from a Sub-Inspector of Police to a WBCS Group-A Officer become possible only because SI Sir had faith in me, he stood by me throughout.The focus is on providing holistic education and enabling the students to face other challenges of life with equal ease.
বাড়ীতে পড়েই প্রিলিমস পাশ করি এবং মেনের প্রস্তুতি শুরু করি। মেনের বিশাল সিলেবাসের ভার সামলাতে সমস্যা হচ্ছিল। পরীক্ষার ঠিক দুইমাস আগে SI Classes এ ভর্তি হয়। প্রাথমিক চাপ সামলে , SI স্যারের সূক্ষ্ম তত্বাবধানে প্রথমবারেই Group-A তে কল পাই।SI Classes এর বিশেষজ্ঞদের পরামর্শে ইন্টারভিউ পার করে WBCS,Group-A অফিসার হওয়ার স্বপ্ন অচিরেই ধরা দেয়।
যখন সমুদ্রসম সিলেবাসে লক্ষাধিক পরীক্ষার্থীর মাঝে আমি দিকভ্রান্ত ঠিক তখনি সাথে যুক্ত হওয়া। নিছক ক্লাস নয়- পেলাম একগুচ্ছ শুভাকাঙ্খী দাদা ও সহপাঠী। পুনরায় শূন্য থেকে শুরু করে এতদুর আসার পুরো কৃতিত্বটাই এই পরিবারের।
I extend my gratitude to SI Classes family for guiding me during my course of preparation and showing the right path.SI Sir's personal guidance is of great help to the students.
SI classes is not a conventional coaching institute, rather it is a family that nurtures the dreams of all its members with holistic support and utmost care....
একটা পরিবারের মতো কাছে পেয়েছিলাম। প্রতিযোগিতা ও বন্ধুত্ব কিভাবে একসাথে হাত ধরাধরি করে চলতে পারে তা এখানে শিখি। আজ আমার সমস্ত সহপাঠীরা বিসিএস অফিসার। এটা সম্ভব হয়েছে একমাত্র স্যারের দক্ষ পরিকল্পনা ও পরিচালনায়।
In every essence throughout my preparation under the guidance of our beloved SI Sir, I got the lessons in every sphere of my personal development because whatever good things we buid it ends up building ourselves.
আমার সাফল্যের শীর্ষভাগ কৃতিত্ব SI Classes এর। WBCS প্রস্তুতির প্রতিষ্ঠান হিসাবে পেশাদারিত্ব ও দায়বদ্ধতার এক অপূর্ব মেলবন্ধন।
SI Classes is the pioneer institute which has successfully converted the dreams of hundreds of aspirants into a reality. This is one Academy which provides a complete solution to the students preparing for WBCS.
WBCS বৈতরণী পার করানোর জন্য সদা এই পার্থের জীবনরথে SI স্যার কৃষ্ণের ভুমিকা পালন করেছেন। সঙ্গে SI Classes পরিবার সর্বদা একের বোঝা দশের লাঠির অভাব পুরন করেছে।
মাত্র কয়েকমাসের প্রস্তুতিতেও যে WBCS পাওয়া যায় সেই বিশ্বাসটা দিয়েছিলেন স্যার। বিসিএস পাওয়ার জন্য সবার আগে দরকার 'আত্মবিশ্বাস'। আর আমার মতে SI Classes সেই 'আত্মবিশ্বাস' তৈরির আঁতুড় ঘর।
Encouragement, Motivation and building confidence for achieving the goal is the hallmark of SI Classes. It has always been the platform of trying harder once again when I used to be disappointed.
মুখ ঢেকে যাওয়া বিজ্ঞাপনে যখন বিভ্রান্ত তখন শুনলাম - "Fuel is already within you. I will just add fire into it." ব্যাস স্যারের এই একটা কথাই আমাকে আমার স্বপ্ন ছুঁতে অনল বিশ্বাসের বীজ বপন করেছিল।
স্যারের সাজানো কারিকুলাম অনুযায়ী শিক্ষকদের নেওয়া প্রতিটা ক্লাসই অনবদ্য। আর এর মক টেস্ট আর নিয়মিত মূল্যায়ন পদ্ধতি আমার সাফল্যে বিশেষ ভুমিকা রেখেছে।
When I joined SI Classes, I was an under confident youth who was as yet unaware of his potential, however after a personal interaction with SI Sir, that the diamond that I was searching for in the outside world, was actually within me.
কলকাতা থেকে বহুদুরের জেলায় থেকেও মাত্র একদিনের সাপ্তাহিক ক্লাসেই সুগম হল বিসিএসের পথ। সঠিক পরামর্শ, সঠিক পরিকল্পনা, এবং সময়োপযোগী নিরবিচ্ছিন্ন মোটিভেশন - যা পূর্ণমাত্রায় আমি SI Classes থেকে পেয়েছি।
WBCS হওয়ার স্বপ্ন পুরনে SI Classes ও এখানকার শিক্ষক সহপাঠী সকলের নিরবিচ্ছিন্ন সহযোগিতা পেয়েছি। আগামী দিনের WBCS প্রত্যাশীদের একটা আদর্শ প্রতিষ্ঠান।
যেটা কখনও সপ্নেও ভাবিনি SI Classes এর সান্নিধ্যে এসে সেটাই প্যাশন হয়ে গেল। মেধা, পরিশ্রম থাকলেও স্বপ্ন সত্যি করার জন্য উপযুক্ত গাইড ও পরিবেশ দরকার। সেদিক থেকে SI Classes অতুলনীয়।
দীর্ঘদিন ধরে লাগাতার পরিশ্রম করেও সাফল্যে অধরা ছিল।এরপরই SI classes পরিবারে যোগদান। ইন্টারভিউ এর আগে অভিজ্ঞ WBCS অফিসারদের সান্নিধ্যে আসতে পেরেছিলাম, ফলে অতীতের ভুলগুলো শুধরে নিতে পেরেছিলাম। SI স্যার সবসময়ই সাহস যুগিয়েছেন এবং বিশ্বাস রেখেছিলেন ।ধন্যবাদ SI Classes
আমার সাফল্যে SI CLASSES পরিবার ও SI Sir এর অবদান অপরিসীম। পরিকল্পনামাফিক পাঠক্রম এবং Mock Test গুলি WBCS বৈতরণী পার হতে অত্যন্ত উপযোগী। "আমিও পারি" এই আত্মবিশ্বাস যুগিয়েছে SI স্যার এর সাহচর্য।
স্বপ্ন ও সাফল্যের মাঝে অধ্যাবসায়ের পাশাপাশি ধৈর্যের ভুমিকাই সিংহভাগ। হার না মানার এক অদম্য জেদ নিয়ে এগিয়ে যাওয়ার মানসিক দৃঢ়তার প্রদানে SI স্যার তথা SI Classes পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক ধন্যবাদ।
Private Company - র চাকরি ছেড়ে WBCS - র কোচিং এর জন্যে অনেক জায়গা ঘোরাঘুরি করে SI Classes - র সন্ধান পাই। Study plan, Class test at regular basis, Healthy competition এবং SI Sir ও দাদাদের Guidance ও Inspiration আমাকে WBCS - এ সাফল্য পেতে দারুণভাবে সাহায্য করেছে। SI Classes - র কাছে আমি কৃতজ্ঞ।
I am very grateful to SI Classes in helping me to achieve my goal. Proper guidance, classes, assignments, mock test and group discussion of SI Classes helped me a lot during my preparation stage. Teachers are quite friendly, supportive and they helped me in every direction whenever required.
SI Classes এর প্রথম দিন থেকেই বুঝেছিলাম এটা সাফল্যের জন্য একটা আদর্শ পরিবেশ। দরকার ছিল ধৈর্য আর আত্মবিশ্বাস। সেটা জুগিয়ে ছিলেন SI স্যার। অভিনব স্টাডি প্লান আর নিয়মিত মক টেস্ট অবশেষে সাফল্য নিয়ে এলো। SI Classes এর সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ।
There is no doubt that the current WBCS coaching arena is a great example of commercialization of education. But SI sir and his organization is exceptional. From the day i met SI sir, i realized his guidance is not limited within the professional periphery. I am grateful to SI CLASSES.
Friendship, guidance ও discipline সবকিছুই আমি SI Claases থেকে পেয়েছি। এই পরিবারের সদস্য হতে পেরে আমি সত্যিই কৄতঞ্জ। SI Sir এবং এখানকার শিক্ষকরা আমাকে নিজের উপর বিশ্বাস রাখতে এবং প্রত্যেকদিন নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছেন।
Direction and guidance are two most important things to achieve success. Even while working in a private company I cracked WBCS because of the proper guidance of SI Classes. Thanks to SI Classes for helping me in every step of my journey .
WBCS পরীক্ষার পথ চলা SI classes এর মাধ্যমে এবং আমি ভাগ্যবান প্রস্তুতির প্রথম ধাপেই এখানে আসতে পেরে। SI classes এর সুনির্দিষ্ট পাঠক্রম, বিশেষ করে মক টেস্ট এবং SI sir এর motivational session , আমাকে ব্যাক্তিগত বাধা অতিক্রান্ত করে সফলতা পেতে সাহায্য করেছেন ।
SI Classes কোন শিক্ষা প্রতিষ্ঠান নয়, ঘরের বাইরে অন্য এক ঘর। নিয়মিত মক টেস্ট, স্যারের অভিভাবক সুলভ মোটিভেশন এবং প্রত্যেক মুহূর্তে নিজেকে উন্নততর করে তোলার নিরন্তর প্রয়াসের মঞ্চ তৈরি করে দিয়েছে SI Classes। তাই আমার সাফল্যের সিংহভাগ কৃতিত্ব একমাত্র SI Classes এর প্রাপ্য।
নদীর পাড়ে দাঁড়িয়ে - জল ঘন কালো - সামনে একটা বাঁক- কুয়াশার আঁধার, পথ খোঁজা দায়। হঠাৎ দেখি এক নৌকা, অভয় দিয়ে কান্ডারি বললো "চলে এসো"। আবার পথ চলা। বাঁক পেরোতেই, আঁধার গেল কেটে। আলোর উদ্ভাসে সত্যি হলো স্বপ্ন।সাফল্যের সেই কাণ্ডারি- ই হল SI Classes।
Prelims এর পর mains এর যুদ্ধ প্রস্তুতির লক্ষে SI classes এ আসা। নিয়মানুবর্তিতা, নিয়মিত মক টেস্ট ও প্রস্তুতির খুটিনাটি সম্পূর্ণ করেছে SI sir এর সুক্ষ তত্বাবধান এবং সহযোদ্ধাদের থেকে পাওয়া প্রতিযোগিতা মূলক পরিবেশ আমার WBCS যুদ্ধ জয়ের সোপান রচনা করেছে।
চূড়ান্ত পর্বে ব্যর্থতার পরেও SI Classes এর অনুপ্রেরণামূলক সেশন লক্ষ্যে স্থির থাকার সাহষ জুগিয়েছে। সুশৃঙ্খল পরিবেশে কঠোর নিয়মানুবর্তীতার মধ্যে অনুষ্ঠিত ধারাবাহিক মক টেস্টের মাধ্যমে নিজের প্রস্তুতির মূল্যায়ন আমার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলে ছিল। WBCS পরীক্ষার প্রস্তুতির এক আদর্শ ও অনবদ্য প্রতিষ্ঠান হল SI Classes।
অসংগঠিত প্রস্তুতি পর্বের দিনগুলো পেরিয়ে WBCS পরীক্ষায় সাফল্যের দোরগোড়ায় আমাকে পৌঁছে দেওয়ার পিছনে SI Classes এর পাঠ ব্যবস্থার অবদান অপরিসীম। বছরব্যাপী একটা সময়সীমা অনুসরণ করে মূল্যায়ন পদ্ধতি ও সর্বোপরি গঠনমূলক ছাত্র - শিক্ষক ইন্টারএক্টিভ পরিবেশটা একজন চাকরি প্রার্থীর প্রস্তুতিকে ধারালো করে তোলে। আগামীদিনে WBCS প্রত্যাশীদের ভবিষ্যত রূপায়ণে SI Classes এর সদর্থক প্রচেষ্টার প্রতি আমার অসংখ্য শুভকামনা রইলো।
SI Classes (An Unit of SINY Career Consultancy) Mobile/ WhatsApp : 9830345378 / 9830345379 Mail: mail2siclasses@gmail.com
Copyright 2019 © Siny Career Consultancy (OPC) Pvt Ltd. Created By: MSR SYSTEMS